ইউক্রেনে সরকার পরিবর্তন চায় রাশিয়া : ল্যাভরভ

এনটিভি প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০৭:১০

ইউক্রেন সরকারের নেতৃত্বে কারা থাকবেন, তার সিদ্ধান্ত নেবেন দেশটির নাগরিকেরা, সম্প্রতি এমন কথাই বলেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। তবে এখন সুর পাল্টেছেন তিনি। বলছেন, ইউক্রেনে সরকার পরিবর্তন চায় মস্কো। খবর আল-জাজিরার।


গত রোববার মিসরের রাজধানী কায়রোতে এক কূটনৈতিক সফরে গিয়ে এ মন্তব্য করেন ল্যাভরভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে। মিসরের পাশাপাশি ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্র সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।


কায়রোতে ল্যাভরভ বলেন, ‘ইউক্রেনের গণবিরোধী ও ইতিহাসবিরোধী সরকারের হাত থেকে নিজেদের মুক্ত করতে দেশটির জনগণকে আমরা অবশ্যই সহায়তা করব। রাশিয়া ও ইউক্রেনের জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে।’


এর আগে গত এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছিলেন ল্যাভরভ। সেখানে তিনি বলেছিলেন, ইউক্রেনে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us