ঘোষণা ছাড়াই মিটার চার্জ ৪০ টাকা বাড়াল তিতাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ২০:২১

মাস দেড়েক আগে গ্যাসের দাম ৪৩ শতাংশ বৃদ্ধির পর চলতি জুলাই থেকে প্রি-পেইড মিটার চার্জ ৪০ টাকা বাড়িয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস।


কোম্পানিটি এতদিন মিটার চার্জ বাবদ প্রতিমাসে ৬০ টাকা করে নিত, যা জুলাই থেকে ১০০ টাকা করা হয়েছে। তবে এজন্য কোনো নোটিস দেয়নি তিতাস।


বেশ কয়েকজন গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে পুরোনো ও নতুন মাসের বিলের স্লিপ দেখিয়ে চার্জ বাড়ানোর বিষয়টি জানিয়েছেন।
তিতাসের তরফেও চার্জ বৃদ্ধির কথা স্বীকার করা হয়েছে, তবে এজন্য নোটিস দেওয়ার ‘প্রয়োজন’ দেখছেন না কোম্পানির কর্তাব্যক্তিরা।


তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা গ্যাসের মিটার ২৫ থেকে ২৬ হাজার টাকায় কিনতে হয়েছে, যার লাইফ টাইম বা মেয়াদ হচ্ছে ১০ বছর।


“৬০ টাকা করে বিল নিতে থাকলে মিটারের দাম উঠতে সময় লাগবে ৩৫ বছর। তিতাস নিজের টাকায় মিটার কিনে ৩২ বছর ধরে টাকা উসুল করবে? এটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে?”


কোম্পানির বোর্ড সভায় এই চার্জ ৩০০ টাকা করার প্রস্তাব উঠেছিল জানিয়ে তিনি বলেন, “বোর্ড থেকে বলা হলো, ঠিক আছে- আস্তে আস্তে বাড়ান। মাত্র ৪০ টাকা বাড়ানো হয়েছে।


“তাতে এত কথা উঠার কথা না। গ্রাহকের উচিৎ প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া। কারণ মিটারের কারণে তার সাশ্রয় হয়েছে ৫০০ টাকা করে। এটা নিয়ে অভিযোগ আসার কথা না। বরং আমাদের সাধুবাদ দেওয়া উচিৎ।”
চার্জ বৃদ্ধির দাপ্তরিক ঘোষণা দেওয়া হয়েছিল কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নোটিস কেন যাবে? আমরা সব মিটারের সফটওয়্যারে আপডেট করে দিয়েছি। অলরেডি গ্রাহকরা জেনে গেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us