ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান। কিন্তু তার ইচ্ছে পূরণের তিন পথ বন্ধ। খোলা কেবল অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার পথ। সেটাও নানা শর্তের জালে আটকা।
অ্যাথলেটিকোর আর্থিক সামর্থ্য ও লাভের সম্ভাবনা: রোনালদোকে কেনার সামর্থ্য নেই অ্যাথলেটিকো মাদ্রিদের। সংবাদ মাধ্যমের মতে, তার জন্য মাত্র ২৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে ক্লাবটি। রোনালদোর প্রত্যাশিত বেতন দেওয়াও ক্লাবটির জন্য অসম্ভব। তবে সিআরসেভেনকে কিনতে পারলে রোজি ব্লাঙ্কোসদের নিশ্চিত লাভের সুযোগ আছে।
দুই ফুটবলার ছাড়তে হবে: রোনালদোর বেতনের চাহিদা মেটাতে অন্তত দু’জন মোটা অঙ্কের বেতন পাওয়া ফুটবলার ছাড়তে হবে অ্যাথলেটিকোর। যেমন- স্ট্রাইকার আলভারো মোরাতা, মিডফিল্ডার সাউল নিগুয়েজ কিংবা টমাস লেমার।
রোনালদোর কম বেতন নিতে হবে: ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি যে বেতন পান সেটা অ্যাথলেটিকোয় আসলে পাবেন না। সংবাদ মাধ্যমের খবর, চ্যাম্পিয়ন্স লিগ খেলার ইচ্ছে পূরণে বেতন কম নিতে রাজি পর্তুগিজ যুবরাজ।
শীর্ষ পর্যায়ে খেলতে চাওয়া: রোনালদো ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলতে চান। যাদের অন্তত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার সুযোগ আছে। যেমন- বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি বা অ্যাথলেটিকো মাদ্রিদ।
অ্যাথলেটিকো শেষ পথ: অ্যাথলেটিকো ‘না’ করে দিলে ওল্ড ট্রাফোর্ডেই থাকতে হবে তার। কারণ বায়ার্ন, চেলসি, পিএসজি তাকে ‘সরি’ বলে দিয়েছে রোনালদোকে।