ডিজিটাল কনটেন্ট আদালত প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে

এনটিভি প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৫:২০

যে কোনো মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল তথ্য- উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে।


মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ সংক্রান্ত এভিডেন্স অ্যাক্ট ২০২২ এর সংশোধনীর প্রস্তাব অনুমোদন করে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।


সংশোধনী বিষয়ে সচিব বলেন, ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট সংশোধন করে হালনাগাদ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রস্তাব আনে। মন্ত্রিসভা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন করেছে। এতে শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের জন্য চেষ্টা করা হয়। আদালতের পূর্ব অনুমতি না নিয়ে এক পক্ষ অপর পক্ষকে চরিত্রহীন বলতে পারবে না।


কক্সবাজার জেলার টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এসময় জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us