প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিচ্ছেন, এতে নতুন ষড়যন্ত্র রয়েছে : রিজভী

এনটিভি প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৪:৩০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হঠাৎ করে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরম সুরে কথা বলছেন, চায়ের দাওয়াত দিচ্ছেন—এসব স্বাভাবিক বিষয় না। এর ভেতর নতুন ষড়যন্ত্র রয়েছে।’


জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।


‘প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াব’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী আরও বলেন, ‘আপনার চায়ের দাওয়াত...সেই চায়ের মধ্যে কী থাকবে, এটা জনগণের মধ্যে বড় প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার সেই চায়ের দাওয়াতের মধ্যে মানুষের প্রশ্ন যে, বিরোধীদলকে ডেকে উনি কী খাওয়াবেন? এর মধ্যে কী দেবেন? ধুতুরার ফুল থাকবে নাকি হেমলকের রস থাকবে, এ নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে।’


রুহুল কবির রিজভী আরও বলেন, “শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেব’—হঠাৎ আপনার গলার সুর এত নরম হলো কেন? এটা তো অদ্ভুত ব্যাপার। আপনার গলার সুর যখন ক্ষীণ হয়, তখন বুঝতে হয় বিরোধীদলের ওপর মনে হয় আরও কিছু ভয়ংকর নির্যাতন নেমে আসছে।’


রিজভী আরও বলেন, ‘আপনি এর আগেও বলেছেন, বিএনপিকে আপনারা মামলার কাগজগুলোও পাঠান। তখন আমরা দেখেছি, আরও ব্যাপকভাবে মামলা দিয়েছেন বিএনপির যে নেতা মারা গেছেন তাঁর লাশের নামে, যিনি হজ করতে গেছেন তাঁর নামে, যিনি হাসপাতালে চিকিৎসারত আছেন তাঁর নামে।’


প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনি লুটপাট করছেন। আপনার রাষ্ট্রীয় অর্থনীতি জনগণের টাকা। আপনার কোনো মায়া-মমতা নেই প্রধানমন্ত্রী। আপনার সাধারণ সম্পাদককে দিয়ে বলাচ্ছেন যে দেশে কোনো সংকট নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us