শপথ নিলেন ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট

যুগান্তর প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৩:২৮

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট।


সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। খবর এনডিটিভির।


ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু গত ১৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএর প্রার্থী ছিলেন।


নির্বাচনে দ্রৌপদী মুর্মু ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা।


শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেওয়া হবে। এর পর সেন্ট্রাল হলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু।


এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us