শাশুড়িকে পালিয়ে বিয়ে, শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই গ্রেপ্তার

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:৫৫

নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশ। 



গ্রেপ্তার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে। 



জানা গেছে, ২০১১ সালে শ্বশুর মতি মিয়ার করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি করা হয় দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড। এরপর থেকেই পলাতক ছিলেন আয়াতুল। 



পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। একপর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তাঁরা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us