মিয়ানমারে গণতন্ত্র কর্মীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

বার্তা২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৮:১৫

মিয়ানমারের জান্তা সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে গণতন্ত্র কর্মীসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার (২৫ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করল।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, সাবেক আইন প্রণেতা ও হিপ-হপ শিল্পী ফিও জেয়া থাও, হ্লা মিও অং ও অং থুরা জাও। তাদের বিরুদ্ধে নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।



ফিও জেয়া থাও ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন আইনপ্রণেতা ছিলেন।


গত জানুয়ারিতে ক্লোজ ডোর ট্রায়ালে চারজনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাদের বিরুদ্ধে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছিল।


জাতিসংঘের দুজন বিশেষজ্ঞ পরিকল্পিত মৃত্যুদণ্ডকে জনগণের মধ্যে ভয় জাগানোর একটি জঘন্য প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us