প্রাক-মৌসুম প্রস্তুতির এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার কাছে ১-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বার্সেলোনার জয়সূচক একমাত্র গোলটি করেন রাফিনহা। চিরপ্রতিদ্বন্ধীর কাছে এমন হারের পরেও ইতিবাচক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। ইতালিয়ান এই কোচ বলছেন গত মৌসুমের চেয়েও রিয়ালের এবারের দল আরও ভাল।
গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ। আসছে মৌসুমেও নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে চায় ক্লাবটি। সে লক্ষ্যে দলে ভিড়িয়েছে ডিফেন্ডার আন্টনিও রুডিগার ও ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিঁও চুয়ামেনিকে। আজ সকালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষে রিয়াল কোচ বলেছেন,'আমি মনে করি আমাদের গত বছর যে স্কোয়াড ছিল তার থেকে এখনকার দল আরও ভাল। অনুশীলনে আরও বেশি তীব্রতা দেখতে পাচ্ছেন। এই ম্যাচে অনেক তীব্রতা ছিল, বিশেষ করে প্রথমার্ধে এবং আমি মনে করি এটা সমান সমান ম্যাচ ছিল। ' দলের সবার প্রস্তুতি সমানভাবে নিতে এই ম্যাচে তরুণদের সুযোগ করে দিতে চেয়েছেন রিয়াল কোচ। সবকিছু মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে এমন পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলোত্তি। কাতালানদের বিপক্ষে ছিলেন না দলের সেরা তারকা করিম বেনজিমা। আনচেলোত্তির আশা, পরের প্রস্তুতি ম্যাচেই মাঠে নামতে পারবেন ফরাসি স্ট্রাইকার। আগামী ২৭ জুলাই ক্লাব আমেরিকা এবং ৩১ জুলাই জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।