রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

সমকাল প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৫:৪৩

চুয়াডাঙার জীবননগরে একটা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১ টায় উপজেলার পিয়ারাতলা মা-বাবা অটো এগ্রো ফুডে এই দুর্ঘটনা ঘটে।


নিহত ফয়সাল হোসেন (২০) জীবননগর পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।


স্থানীয়রা জানায়, সকালে ওই অটো রাইস মিলে চাল প্রস্তুতের কাজ চলছিল। হঠাৎ করে বিকট শব্দ হওয়ায় তারা ছুটে যান ওই মিলে। বয়লারের পাশে ফয়সাল হোসেনের বিভৎস দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা।


নিহত শ্রমিকের মা ফরিদা খাতুন কান্নারত অবস্থায় জানান, সংসারে একমাত্র ছেলে ছাড়া তার আর কেউ নেই এই পৃথিবীতে। ফরসালের বাবা সাত বছর আগে তাদের ফেলে বিদেশে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন। ছেলেকে নিয়েই বেঁচেছিলেন।


নিহত শ্রমিকের সহযোগী  পিয়ারাতলা গ্রামের রাকিব হাসান (১৯) জানান, বয়লারের হেড মিস্ত্রি ফয়সাল। তার সাথে তিনি,জুয়েল আর আজিজুল কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দের সাথে সাথে তারা দৌড় দেন। পরে এসে হেড মিস্ত্রি ফয়সালের দগ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us