ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল, আংশিক জরুরি অবস্থা ঘোষণা

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১২:৪২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যটিতে আংশিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।


ইউরোপের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ও আর্দ্রতা আরও বেড়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয় এবং তা ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে সেখানকার হাজারো মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।


ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ২৪ ঘণ্টা পরও আগুন বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসেনি। আগুনের আচরণ বিস্ফোরণধর্মী হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা চ্যালেঞ্জের মধ্যে আছেন বলে উল্লেখ করেছেন তাঁরা।


দাবানলে এখন পর্যন্ত ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রে এ সময়ে যতগুলো দাবানল হচ্ছে তার মধ্যে ক্যালিফোর্নিয়ার দাবানলটি সবচেয়ে বড়। ১১ হাজার ৯০০ একর জায়গাজুড়ে এ দাবানল চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us