নদীবেষ্টিত নারায়ণগঞ্জে মাছের আকাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১৭:৪৫

নদীবেষ্টিত জেলা নারায়ণগঞ্জ। মূল শহরের বুক চিরে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। পূর্বে মেঘনা, পশ্চিমে বুড়িগঙ্গা, দক্ষিণ-পশ্চিমে ধলেশ্বরী। পুরাতন ব্রহ্মপুত্র নদও জেলার পশ্চিম দিক দিয়ে সিদ্ধিরগঞ্জ হয়ে নারাণগঞ্জ সদরে ধলেশ্বরীতে মিলিত হয়েছে। সেই সঙ্গে এসব নদীর সঙ্গে শহরের বিভিন্ন এলাকা দিয়ে যুক্ত রয়েছে অসংখ্য খাল-নালা-বিল। অথচ নারায়ণগঞ্জবাসীর খাবারের প্লেটে জোটে না দেশি মাছ। এখানকার চাহিদা পূরণ হয় অন্য জেলা থেকে আসা ও চাষ করা মাছে।


যে কারণে মাছের দেখা মিলছে না







জেলার নদীগুলো ধুকছে শিল্পদূষণে। বাসা বাড়ির ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে শহরের খাল-বিল, নালা। ড্রেজার দিয়ে বালুভরাটের কারণে পুকুর, খাল-বিল, নালাসহ মৎস্য সম্পদের সব উৎস চাপা পড়েছে বালুর নিচে। নদীর পাড়ঘেঁসে শোভা পাচ্ছে বাড়িঘর, দালান, শিল্পকারখানা আর দোকানপাট। ফলে বিলুপ্ত হচ্ছে মছের আবাসস্থল।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us