প্রথম ওয়ানডেতে হারের কারণে সিরিজ হারের শঙ্কায় পড়েছিলো স্বাগতিক ইংল্যান্ড। তাই দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজ রক্ষায় ম্যাচ ছিল। আর এই ম্যাচে ১১৮ রানের বড় জয়ে সিরিজ সময়তায় ফিরল ইংলিশরা। শুরুতে ব্যাট করতে নেমে ২০১ রান করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
বৃষ্টি বাগড়ার কারণে ম্যাচটি দেরিতে অনুষ্ঠিত হওয়ার কারণে ২৯ ওভারে খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছিলেন না ইংল্যান্ডের ব্যাটাররা। ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
১৪ রানে জেসন রয়, ২৮ রানে জনি বেয়ারস্টো, ১৭ রানে ফিল সল্ট, ১ রানে জো রুট ও ৬ রানে আউট হন মঈন আলি। আর আউট হওয়ার আগে ১৯ রান তুলতে পেরেছেন জস বাটলার।