অনেক অনুরাগীই প্রিয় অভিনেতা-অভিনেত্রীর নামে প্রিয় অনেক কিছুর নাম রাখেন। এই যেমন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে আমের নামকরণ করেছেন তাঁর এক ভক্ত। তবে এখন নয়, ঐশ্বরিয়ার নামে আমের নামকরণ করেছেন প্রায় তিন দশক আগে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মালিহাবাদ এলাকায়। সেখানকার বয়সী বাসিন্দা কলিম উল্লাহ খান তাঁর ১২০ বছর বয়সী আমগাছে ৩০০ ভিন্ন জাতের আম উৎপাদন করেছেন। সেখান থেকে একটি জাতের নাম রাখেছেন ‘ঐশ্বরিয়া’র নামে। খবর এএফপির।
৮২ বছর বয়সী কলিম উল্লাহ জানান, ঐশ্বরিয়া জাতের আমটি তাঁর উদ্ভাবিত আমগুলোর মধ্যে সেরা। ১৯৯৪ সালে ঐশ্বরিয়া বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর এই নামকরণ করেন তিনি। স্কুলে লেখাপড়া শুরু করলেও তা চালিয়ে যেতে পারেননি কলিম উল্লাহ। তরুণ বয়সেই বিভিন্ন জাতের আম উদ্ভাবন করতে শুরু করেন।