৫৩ বছর বয়সে সরকারি চাকরিতে যোগদান! বিস্ময়ে হতবাক হওয়ার মতো এ তথ্যে যে কেউ ধাঁধায় পড়বেন। কারণ, যে বয়সে সরকারি চাকরি থেকে অবসরে যায় মানুষ, তেমন সময় চাকরিতে যোগ দেওয়া কীভাবে সম্ভব?
নিয়মমাফিক এটা অসম্ভব হলেও কারসাজির মাধ্যমে অবিশ্বাস্য এই নজির সৃষ্টি করেছেন ময়মনসিংহের মো. আব্দুল কাদির নামের এক ব্যক্তি। শুধু কাদির নন, তার মতো আরও ১৬ জন বয়স কারসাজি করে সরকারি চাকরিতে যোগ দিয়ে এখনো আছেন বহাল তবিয়তে। জাতীয় পরিচয়পত্র গোপন রেখে নতুন করে জন্ম নিবন্ধন সনদে ১ থেকে ২৮ বছর বয়স কমিয়ে চাকরি বাগিয়েছেন তারা। ২০১৯ সালে চাঞ্চল্যকর এই নিয়োগ কেলেঙ্কারি ঘটেছে ময়মনসিংহ জেলা প্রশাসক অফিসে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।
দুদক সূত্র জানায়, এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন সাবেক পাঁচ কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু অভিযুক্তদের প্রভাবে অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ আমলে না নিয়ে অভিযোগটি নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই নিষ্পত্তির অর্থ হচ্ছে-অভিযোগটি নথিভুক্ত করা অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।