চোরাচালান ৩২ কেজি স্বর্ণ কারা এনেছিলেন

প্রথম আলো প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১১:০৫

২০১৬ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। কাস্টমস গোয়েন্দাদের কাছে খবর ছিল, বড় একটি স্বর্ণের চালান এই উড়োজাহাজে করে এসেছে।


তখন কাস্টমস গোয়েন্দারা উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেন। পাইলটের উপস্থিতিতে উড়োজাহাজটির ৪টি সিটের পেছনে লুকিয়ে রাখা ৩২ কেজি স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দারা।


তবে ঘটনার ৬ বছর পরও জানা গেল না কারা মালিন্দোর ওই ফ্লাইটে করে ৩২ কেজি স্বর্ণ দেশে এনেছিলেন। স্বর্ণ উদ্ধারের ঘটনায় করা মামলাটি প্রথমে তদন্ত করেছিল বিমানবন্দর থানা-পুলিশ (তিন মাস)। পরে মামলার তদন্তভার পায় সিআইডি।


তবে স্বর্ণ চোরাচালানে জড়িত সন্দেহে ৯জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য–প্রমাণ জোগাড় করতে পারেনি সংস্থাটি। ফলে মামলা থেকে ৯জনকে অব্যাহতি দিতে ২০১৯ সালের জানুয়ারি মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। যদিও আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি। আরও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us