আয় বাড়াতে ফের টিভি স্বত্ব বিক্রি করলো বার্সা

সমকাল প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১০:৪৪

এমনিতেই ঋণগ্রস্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর মধ্যেই দল বদলের বাজারে তারা কিনেছে দুই হাই প্রোফাইল ফুটবলারকে। রাফিনহা ও লেভান্ডোভস্কিকে কেনায় অনেকেই বার্সার আয়ের উৎস খুঁজে বেড়াচ্ছে। চরম আর্থিক সংকটে থাকা একটি ক্লাবের দলবদলে এত অর্থ খরচ করা দেখে অদ্ভুত লাগার কথা বলেছিলেন বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগলসমান। তবে আয়ের পথ বের করতেও পিছিয়ে নেই বার্সেলোনা। জুনে টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রির পর, এবার তারা বিক্রি করেছে আরও ১৫ শতাংশ।



যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে গত মাসে ২০৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রি করে বার্সেলোনা। এক মাস না পেরোতেই আরো সেই সিক্সথ স্ট্রিটের কাছেই আরো ১৫শতাংশ বিক্রি করেছে বার্সা। যা কিনতে তাদের খরচ হবে ৩৩০ মিলিয়ন ইউরো।



বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৫ বছরের জন্য ক্লাবের টিভি স্বত্বের মোট ২৫ ভাগ সিক্সথ স্ট্রিট কিনে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us