আজকাল প্রতিটি মানুষই যেন কাজের চাপে পিষ্ট। সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছে, ইমেজ রক্ষা করতে গিয়ে অতিরিক্ত কাজ নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছে। আর এতে ব্যক্তিজীবনে চলে এসেছে অবসাদ, হতাশা; মেজাজ হয়ে উঠছে খিটখিটে। বাড়তি কাজের চাপে 'ব্যক্তিগত জীবন' এর আনন্দ বলেই যে কিছু থাকছে না অনেকের!
কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো কাজ দিলে মুখ ফুটে তাকে 'না' বলার মতো অবস্থায়ও থাকেন না অনেক মানুষ। কেউই চায় না কর্মস্থলে নিজেকে অলস বা কাজের প্রতি অমনোযোগী হিসেবে দেখাতে। কিন্তু কঠোর পরিশ্রমী কর্মী হিসেবে নিজের ইমেজ বাঁচিয়েই কিভাবে বসকে জানাবেন যে আপনার কাজের চাপ অনেক বেশি হয়ে গেছে?