কাতার বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন তারকা ডি পল

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১২:০৩

স্ত্রীর করা মামলা সংক্রান্ত জটিলতায় কাতার বিশ্বকাপ মিস করতে পারেন রদ্রিগো ডি পল। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। ডি পলের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী ক্যামিলা হোমসের করা ঋণখেলাপির মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সে হিসেবে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রেডিও ওরবানাকে দেওয়া সাক্ষাৎকারে এএফএ সভাপতি তাপিয়া বলেছেন, ‘নারী ঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির অপেক্ষায় থাকলে কাতারে যেতে পারবেন না। আমরা ফিফার নিয়ম থেকে এটাই জেনেছি।’


তাপিয়া অবশ্য আশায় আছেন বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে এবং ডি পল বিশ্বকাপে খেলতে পারবেন। তিনি বলেন, ‘তবে আমরা খুব বেশি চিন্তিত নই, আমি ডি পলকে জানি। মনে করি এর (বিশ্বকাপ) আগে এটি ঠিক হয়ে যাবে ।’ 


সাবেক স্ত্রী কামিলা হোমসের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে গেছে ডি পলের। কিন্তু সন্তানের দেখভাল নিয়ে জটিলতার  এখনো সমাধান হয়নি তাদের মধ্যে। সন্তানদের খরচ হিসেবে মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে আদালতে গিয়েছেন কামিলা। যদিও এই সংকট দ্রুতই কেটে যাবে বলে বিশ্বাস তাপিয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us