মার্কিন নিষেধাজ্ঞার কারণে জব্দ হওয়া এক রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি অর্থাৎ, সুপারইয়াটে একটি অমূল্য ‘ফ্যাবার্জের ডিম’ ডিম পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রুশ ধনকুবেরদের বিভিন্ন সম্পদের পর চালানো তদন্তে এ পর্যন্ত যেসব জিনিস পাওয়া গেছে, তার মধ্যে এই ‘ফ্যাবার্জের ডিম’ই সবচেয়ে কৌতুহল উদ্দীপক।
এ ব্যাপারে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো বুধবার অ্যাস্পেন সিকিউরিটি ফোরামকে বলেন, তার দলের খুঁজে পাওয়া আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে এই ‘ফ্যাবার্জের ডিম’ অন্যতম। রাশিয়ান সম্পদ হিমায়িত এবং বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইন প্রয়োগকারীর ভূমিকা নিয়ে কাজ করে অ্যাস্পেন ফোরাম। ওই ফোরামকে তিনি বলেন, আমরা কিছু সত্যিই আকর্ষণীয় জিনিস খুঁজে পেয়েছি … আমরা এই (ইয়ট) গুলোর মধ্যে একটিতে একটি ‘ফ্যাবার্জ’ বা কথিত ‘ফ্যাবার্জের ডিম’ উদ্ধার করেছি। তাই এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।