ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬৯ রোগী

সমকাল প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৮:১২

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন।


ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৩ জন এবং অন্যান্য বিভাগে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন।


এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি এক হাজার ৯৭৯ জন। ঢাকায় সর্বমোট ভর্তি এক হাজার ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২৯৮ জন। ছাড়পত্র পাপ্ত মোট রোগী এক হাজার ৭১০ জন। ঢাকায় ছাড়পত্র প্রাপ্ত মোট রোগী এক হাজার ৪৭৬ জন এবং ঢাকার বাইরে ২৩৪ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us