দামি গাড়ির প্রতি তারকা ফুটবলারদের মোহ নতুন কিছু নয়। ক্রিস্টিয়ানো রোনালদো এ ক্ষেত্রে এক কাঠি সরেস। গত মার্চে টটেনহাম হটস্পারের বিপক্ষে হ্যাটট্রিকের পর রোনালদো নিজেই নিজেকে অডির একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন।
লিওনেল মেসিও কেন পিছিয়ে থাকবেন! সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে স্পনসর চুক্তির অংশ হিসেবে আর্জেন্টাইন তারকাও এর আগে নিজেই নিজেকে অডির গাড়ি উপহার দিয়েছেন। গাড়ির প্রতি টানটা আসলে কারও কম নয়।
তা, এতই যেহেতু গাড়ির প্রতি টান, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোন তারকার গ্যারেজে কতগুলো বিলাসবহুল গাড়ি আছে? আর এসব বিলাসবহুল গাড়ি কিনতে খরচই-বা কত হয়েছে? কিংবা আরও গভীরেও যাওয়া যায়; সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে ২০টি গাড়ি আছে। এই এক কুড়ি গাড়ি কিনতে পর্তুগিজ ফরোয়ার্ড যে অর্থ খরচ করেছেন, তা তুলে আনতে মাঠে তাঁকে কতক্ষণ খেলতে হবে? সেই হিসাব অবশ্যই ক্লাবে তাঁর বার্ষিক পারিশ্রমিক বিচারে।
ইংল্যান্ডের অন্যতম বৃহৎ ড্রাইভিং স্কুল ‘বিল প্লান্ট ড্রাইভিং স্কুল’ এ হিসাব কষেছে। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে রোনালদোর বার্ষিক বেতন ২৪ দশমিক ৯৬ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮১ কোটি ১৩ লাখ টাকা)। এবার তাঁর ২০টি গাড়ির মোট দাম জেনে নেওয়া যাক। প্রায় ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৩ কোটি ৭৬ লাখ টাকা)।