You have reached your daily news limit

Please log in to continue


পুতিন অসুস্থ, এমন কোনো তথ্য নেই: সিআইএ প্রধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য অস্থিতিশীল কিংবা খারাপের কোনো গোয়েন্দা তথ্য নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

কয়েকটি সংবাদমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনে পুতিন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হয়। এরপর এ নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। ৭০ বছরে পা রাখা পুতিন সম্ভবত ক্যানসারে ভুগছেন বলেও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়।


তবে সিআইএ প্রধান বলেন, এর সপক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই। কৌতুক করে তিনি বলেন, পুতিনকে ‘অনেক চনমনে’ দেখাচ্ছে।

এমন সময় উইলিয়াম বার্নস এমন মন্তব্য করলেন, যখন ইউক্রেনকে দূরপাল্লার আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর নজর কেবল পূর্বাঞ্চলেই সীমাবদ্ধ নয়। ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহ করায় মস্কোর কৌশলে পরিবর্তন আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন