You have reached your daily news limit

Please log in to continue


যৌন নিপীড়ন: প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে মিছিল শুরু করলে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তাতে যোগ দেন।পরে বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু চত্বরে আরেক দল শিক্ষার্থী নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করে। একই সময়ে শহীদ মিনারের সামনে অবস্থান নেয় কয়েকশ শিক্ষার্থী। এ সময় তারা- ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’

, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা’ এসব শ্লোগান দিতে থাকেন।বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন ধরে পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো বিচার করছে না। “তারা ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নই। আমর ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা চাই।

সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।”শহীদ মিনার এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী নুজরাত জেবিন সুমাইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা ঘটার চার দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। এভাবেই প্রকৃত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। “আমরা দ্রুততম সময়ে এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে এখানে অবস্থান নিয়েছি। আমরা চাই দোষীদের শাস্তি হোক।”এদিকে বেলা ১১টায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী প্রাঙ্গণে ধর্ষণ চেষ্টাকারী নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রসাশনের। এই প্রসাশন যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। “ছাত্ররা নিজেদের দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন