মশার উপদ্রবের কারণে স্বাভাবিক কাজ-কর্ম করাই কষ্টকর হয়ে যাচ্ছে অনেকের জন্য। কামড়ানোর পর সেই স্থানে জ্বালাপোড়া বা চুলকানি পর্যন্ত হলেও বিপদ ছিল না, কিন্তু এই ক্ষুদ্র পতঙ্গ আপনার জন্য ডেকে আনতে পারে মারাত্মক সব অসুখ। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো অসুখের কারণ এই মশা। বেশিরভাগ মানুষই ঘর থেকে মশা তাড়ানোর উপায় জানতে চান। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়-
চা-পাতা পোড়ানো
চা বানিয়ে খাওয়ার পর ব্যবহৃত চা পাতা ফেলে দেবেন না। এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিন। এরপর মশা দূর করার জন্য এই শুকনো চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ালে তার ধোঁয়ায় ঘরের সব মশা, মাছি দূর হবে। কারণ মশা এই ধরনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না।
ফ্যান চালিয়ে রাখুন
মশা খুবই হালকা ধরনের পতঙ্গ। এদিকে ফ্যানের স্পীড থাকে ঘণ্টায় দুই কিলোমিটারেরও বেশি। তাই মশার ওড়ার গতির চেয়ে ফ্যানের ঘূর্ণনের গতি বেশি। যে কারণে ফ্যান চালু রাখলে তা সহজেই ব্লেডের কাছে মশাকে টেনে নিতে পারে। যেসব স্থানে মশা বেশি, সেখানে ফ্যান চালু রাখতে পারেন। এতে মশার হাত থেকে বাঁচা সহজ হবে। মশার কামড় থেকে বাঁচতে এই কাজ করতে পারেন।
নিমপাতা পোড়ানো
নিমপাতার রয়েছে অনেক উপকারিতা। এটি বিভিন্ন ধরনের অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে। এই নিমপাতা কিন্তু মশা তাড়াতেও সমান কার্যকরী। আপনি বাড়িতে যদি কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ান তবে তার ধোঁয়া মশা তাড়াতে কাজ করবে। তাই নিমপাতা শুকিয়ে বাড়িতে রাখতে পারেন।