প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বার্সেলোনা ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। সেটাও আবার দলে নতুন আসা সেনসেশন রবার্ট লেভান্ডভস্কিকে বেঞ্চে বসিয়ে রেখে। এর ফলে প্রায় ১৬ মাস পর বার্সেলোনা প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল। এই জয়ে এক গোল আর জোড়া অ্যাসিস্ট করে বড় অবদান রেখেছেন রাফিনিয়া। তবে তিনি জানালেন, পরের ম্যাচের জন্য তর সইছে না তার। তার চোখে রিয়াল মাদ্রিদের চেয়েও ভালো তার দল বার্সা। সবশেষ ২০২১ সালের ২২ মার্চ রিয়াল সোসিয়েদাদের মাঠে এই স্বাদ পেয়েছিল বার্সা। সেই ম্যাচে লিওনেল মেসি আর সার্জিনিও ডেস্ট করেছিলেন জোড়া গোল, আর অ্যান্টোয়ান গ্রিজমান-দেম্বেলে করেছিলেন একটি করে গোল।
বুধবারের ম্যাচে শুরু থেকেই খেলেন রাফিনিয়া। প্রথমার্ধে তিনি নিজে গোল করেন, সতীর্থদের দিয়েও করিয়েছেন। অভিষেকে এমন পারফর্ম্যান্সে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, তিনি বলেন, ‘আমার প্রথম গোলটা করতে পেরে আমি দারুণ খুশি। দারুণ একটা ম্যাচ ছিল। আমরা ভালোভাবে পারফর্ম করার চেষ্টাই করেছিলাম। আমি দারুণ খুশি, আর এই পারফর্ম্যান্সটা ধরে রাখতে চাই।’ বার্সার খেলার ধরন তার সহজাত। সে কারণেই মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে করছেন না তিনি।