ভারতের কেরালা রাজ্যে মেডিকেলে ভর্তির জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) অংশ নেয়ার ক্ষেত্রে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত রোব ও মঙ্গলবার ভারতে এ পরীক্ষা হয়। কেরালার কোল্লাম জেলার একটি কেন্দ্রে পরীক্ষায় বসার আগে নারী পরীক্ষার্থীরা অপদস্থ হন বলে অভিযোগ উঠেছে। কেরালার এ ঘটনায় একাধিক অভিযোগ সামনে এসেছে।
পরীক্ষাকেন্দ্রটিতে যারা নিরাপত্তা তল্লাশি চালিয়েছেন, যারা নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে রাজ্যের এক প্রতিমন্ত্রী কেন্দ্রকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন। এর কয়েক ঘণ্টা পরই অভিযোগ তদন্তে একটি বিশেষ দল গঠন করে দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি।