বেনাপোলে প্রায় ১ কেজি স্বর্ণসহ নারী আটক

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৫:০০

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন ভবন থেকে ৮৪৩ গ্রাম স্বর্ণসহ উম্মে ছালমা নামে এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারত যাওয়ার পথে ওই নারীকে জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি ধরা পড়ে। 


আটক স্বর্ণ পাচারকারী নারী ঢাকার ডেমরা এলাকার রাব্বি চৌধুরীর স্ত্রী। 


বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার অফিসের উপসহকারী সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে পাসপোর্টধারী এক নারী যাত্রী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হয়ে ভারতে যাবে। পরে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন নারী কাস্টমসে প্রবেশ করলে তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করে। পরে তাঁর কাছ থেকে ৮৪৩ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণবার গলিয়ে গয়না জাতীয় তৈরি করে কৌশলে পাচার করা হচ্ছিল। 


মনিরুজ্জামান চৌধুরী জানান, এসব স্বর্ণের বাজার মূল্য ৫৫ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us