দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে মিনি আইপিএল?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৪:৫৭

দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ঘরোয়া নতুন টি-টোয়েন্টি লিগ। যার সবগুলো দলের মালিকানা কিনতে চলেছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি। ফলে টুর্নামেন্টটিকে আইপিএলের ‘মিনি সংস্করণ’ বলে দাবি করছেন অনেকে!


ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের একজন মালিক সেখানে সফলভাবে দল কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। যদিও লিগের দায়-দায়িত্ব থাকবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকারই। সম্প্রচারে থাকবে সুপারস্পোর্ট


জানা গেছে, অনানুষ্ঠানিক নিলামে সর্বোচ্চ দর হেঁকে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস স্পোর্টস লিমিটেড। রিলায়ান্সের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স পেতে যাচ্ছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্সের সানটিভি গ্রুপ পেতে যাচ্ছে পোর্ট এলজিবাথের ফ্র্যাঞ্চাইজি।


আরপি সঞ্জীব গোয়েনকা গ্রুপ- যারা নাকি লখনউ সুপার জায়ান্টস কিনতে ৭ হাজার ৯০ কোটি রুপি ব্যয় করেছে। তারা পেতে যাচ্ছে ডারবানের মালিকানা। রাজস্থান রয়্যালস পাবে পার্ল টিমের ফ্র্যাঞ্চাইজি। প্রোটিয়ার মালিকানা পেতে যাচ্ছে জিন্দাল সাউথ-ওয়েস্ট স্পোর্টস। যার প্রধান পার্থ জিন্দাল আবার দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক।   


ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণায় বিস্তারিত জানাবে। সব কিছু ঠিক হয়ে গেলেও কাগজে-কলমে কাজগুলো হওয়া বাকি। বোর্ড এরই মধ্যে জানিয়েছে টি-টোয়েন্টি লিগটির প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us