জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল: সিইসি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ২১:১০

জাতীয় পরিচয়পত্র-এনআইডিতে প্রচুর ভুল থাকার কথা স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমার মনে হয় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল। তবে আমরা সংশোধনের চেষ্টা করছি।


মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আয়োজিত সংলাপকালে তিনি এসব কথা বলেন।



দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তার বক্তব্যে এনআইডি সংশোধনে হয়রানির প্রসঙ্গ তোলেন। জবাবে সিইসি বলেন, ‘ভুলের পরিমাণটা এত বেশি গেছে, আমার মনে হয় কোটি কোটি ভুল। আ-কার, ই-কার, ঈ-কার নিয়ে ওখানে বিপদে পড়ছে, এয়ারপোর্টে বিপদে পড়ছে, ওর সঙ্গে মিলছে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার বন্ধুবান্ধব যারা আছেন, ৪০-৫০টা আমি নিজেও করে দিয়েছি। হ্যাঁ, এটা সত্য বিলম্ব হচ্ছে। কেন দুই বছর, চার বছর বিলম্ব হচ্ছে, কারণটা হচ্ছে— বছর দুয়েক করোনা ছিল। তখন কার্যক্রমটা কমে ছিল। ভুলের সংখ্যাও কিন্তু হাজার হাজার লাখ লাখ নয়। মায়ের নাম, বাবার নাম, অনেকে হঠাৎ করেই নামে থেকে মোহাম্মদ বাদ দিতে চাচ্ছেন, মোহাম্মদ ছোট না বড় হবে, এত সব দাবি।’



তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে সেভাবে, যেহেতু আমাদের কতগুলো কাজ, আমরা নির্বাচনের কাজ করি। আবার রাজনৈতিক দল নিবন্ধনের কাজ আমাদের ওপর পড়ে গেছে। সাংবিধানিকভাবে এটা কিন্তু আমাদের নয়, আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। তারপর এনআইডি যেটা এটা বিশাল একটা কর্মযজ্ঞ। এখন আবার ওরা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কাজ করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us