জেকেজির জালিয়াতি: আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর করে সাজা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১৩:০১

করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির সবাইকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।


ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন মঙ্গলবার দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। আসামিদের সবাই এ সময় আদালতে উপস্থিত ছিলেন।


মহামারীর প্রথম বছর জেকেজির জালিয়াতির ঘটনাগুলো প্রকাশ্যে এলে সারা দেশে আলোড়ন তৈরি হয়। এর সঙ্গে সরকারি চাকরিতে থাকা চিকিৎসক সাবরিনার যোগসাজশ বিষয়টিকে নতুন মাত্রা দেয়।


রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, “আমি চেয়ারম্যান ছিলাম না, এই সজা কীভাবে হল? আপিলের কথা তো পরে। কী হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি।”


রায়ে কোভিড সনদ জালিয়াতি এবং জাল সনদকে আসল হিসেবে দেখানোর দায়ে দুটি ধারায় চার বছরে করে এবং প্রতারণার ধারায় তিন বছরের সাজা হয়েছে আসামিদের। তিন ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে; ফলে তাদের সবাইকে ১১ বছর করে জেলে কাটাতে হবে। 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us