ভালোর চেয়ে মন্দের পাল্লাই ভারী

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ১৪:২২

বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরটা কেমন গেল? প্রশ্নের উত্তরে ইতিবাচক কিছু আসার কথা নয়। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে ক্যারিবীয়দের ধবলধোলাই করেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করলেই বরং স্বস্তি পেতেন সমর্থকেরা। টেস্ট সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


আর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু হয়েছে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে। ওয়ানডে সিরিজটি যেখানে সুপার লিগের অংশ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্স কাটাছেঁড়া করতে গিয়ে তাই দেখা যাচ্ছে, ভালোর চেয়ে মন্দের পাল্লাটাই বেশি ভারী।
টেস্ট ব্যাটিং সেই বিবর্ণই
এ বছরের শুরু থেকেই বাংলাদেশ দলের প্রধান দুশ্চিন্তার নাম টেস্ট দলের ব্যাটিং। হুড়মুড়িয়ে ব্যাটিংয়ে ধস নামা যেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রতিদিনের ছবি। ওয়েস্ট ইন্ডিজেও যে ছবি বদলায়নি। অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪৫। সেন্ট লুসিয়ায় পরের টেস্টের কোনো ইনিংসেই (২৩৪ ও ১৮৬) রান ৩০০ ছাড়ায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us