প্রেম করছেন আইপিএল- এর প্রতিষ্ঠাতা ললিত মোদী ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। আচমকাই তাদের এই ঘোষণায় নেটিজেনরা তো বটেই, অবাক হয়েছেন সুস্মিতার পরিবারের সদস্যদেরও কেউ কেউ! আবার এই যুগলের মধ্যে সামঞ্জস্য-অসামঞ্জস্য নিয়েও চলছে আলোচনা।
চেহারা থেকে শুরু করে বয়স, সবকিছুর মধ্যে 'পার্থক্য' খুঁজে পেয়েছেন নেটিজেনরা, তা নিয়ে নানা রকম ব্যঙ্গাত্বক কথাবার্তা শুনতে হচ্ছে ললিত-সুস্মিতাকে। তবে মুখ বুজে এসব সহ্য করার পাত্র নন দুজনের কেউই। রবিবার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এরপর বিকেলের মধ্যেই সক্রিয় হয়েছেন সুস্মিতাও।
অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তার স্পষ্ট ব্যাখ্যা, 'আমাকে 'গোল্ড ডিগার' আখ্যা দিয়ে কতরকম সমালোচনাই না হচ্ছে! কিন্তু সেই আমি লোভে ললিতের কাছে যাইনি। তাছাড়া আমার স্বর্ণ নয়, তার চেয়েও দামি হীরা ভালো লাগে। আর সেটা এখনো নিজেই কেনার ক্ষমতা রাখি।'