সাহাপাড়ার বাসিন্দারা বাড়ি ফেরেননি এখনো

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ১০:২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ার বাসিন্দারা বাড়িতে ফেরেননি এখনো। বাজারের প্রায় অর্ধেক দোকান খোলেনি। আতঙ্ক কাটেনি তাঁদের। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়। গত শুক্রবার সন্ধ্যায় হামলার পর থেকে তাঁরা বাড়ি ছাড়েন।


বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রোববার দুপুরে মামলা করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হয়েছেন দুজন। তাঁরা হলেন দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী রাসেল মৃধা (৪৫) ও চরমাউলি গ্রামের কবীর কাজী (২৮)।


এর আগে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি। শনিবার রাতেই আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। সাত দিনের রিমান্ডের আবেদন দিয়ে গতকাল বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us