ঈদ শেষে গত সাত দিনে ঢাকায় ফিরেছে ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬ জন। বিভিন্ন জেলা থেকে তারা ঢাকায় ফিরে এসেছেন। আজ রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।
ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। জানা যায়, গতকাল শনিবার সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছেন।
গত সাত দিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের এক লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছেন। এর আগে গত ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছেন ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ।