এক আংটিতে ২৪ হাজার হীরা

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৯:১৪

একটি কিংবা দুটি নয়, ২৪ হাজার ৬৭৯টি হীরা দিয়ে তৈরি করা হয়েছে একটি আংটি। ভারতের কেরালাভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান ‘এসডব্লিউএ ডায়মন্ডস’ এমনই একটি আংটি তৈরি করেছে। বিচিত্র এই আংটির নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়ও। বলা হচ্ছে, এটি সবচেয়ে বেশিসংখ্যক হীরা দিয়ে তৈরি আংটি।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আংটিটির নাম দেওয়া হয়েছে ‘অমি’। সংস্কৃত এই শব্দের অর্থ ‘অমরত্ব’। এর আকৃতি মাশরুমের মতো। মাশরুম ‘অমরত্ব’ ও ‘দীর্ঘায়ুর’ প্রতীক। নিজেদের প্রতিষ্ঠানের প্রচার–প্রচারণার জন্যই বিশাল এই আংটি তৈরি করেছে এসডব্লিউএ ডায়মন্ডস।


কীভাবে আংটিটি তৈরি করা হয়েছে, তার একটি বর্ণনা দেওয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে। বলা হয়েছে, প্রথমে প্লাস্টিকের ছাঁচ ব্যবহার করে মাশরুমের ৪১টি পাপড়িসহ আংটিটির একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে সেটি নিখুঁতভাবে আবার তৈরি করা হয়। এরপর ছাঁচের মধ্যে ঢোকানো হয় তরল সোনা। মাশরুম আকৃতির সোনার পাতগুলো তৈরি হলে, সেগুলোর দুই পাশে বসানো হয় হীরার টুকরা। এরপর সেগুলো যুক্ত করে আকার দেওয়া হয় আংটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us