২৮ মাস পর ফিরে ২ ওভারে ২ উইকেট তাইজুলের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ২০:৩১

সবশেষ ওয়ানডেটা সেই ২০২০ এর মার্চে খেলেছেন তাইজুল ইসলাম। এরপর কেটে গেছে একে একে ২৮টি মাস। রঙিন জার্সি আর গায়ে জড়ানো হয়নি তার। অবশেষে তার সে অপেক্ষা ফুরোলো আজ। অপেক্ষা শেষে যখন ফিরলেন, রীতিমতো অগ্নিমূর্তিই ধারণ করলেন যেন।


অধিনায়ক তামিম প্রত্যাবর্তনের ম্যাচে তাইজুলকে আক্রমণে আনেন ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম বলেই তুলে নেন উইকেট, সেটাও কী দারুণ এক বলে! বলটা ডানহাতি ব্যাটসম্যান ব্রেন্ডন কিংয়ের মিডল আর লেগ স্টাম্পের মাঝে রেখেছিলেন বাঁহাতি এই স্পিনার। সেটা আলতো একটা বাঁক নিয়ে প্রথমে ভাঙে কিংয়ের রক্ষণ, এরপর স্টাম্প। ম্যাচের প্রথম ব্রেকথ্রুটা এনে দেন তাইজুল। 


ইনিংসের পঞ্চম ওভারে আবারও একই প্রান্ত থেকে আক্রমণে আসেন তাইজুল। ওভারের পঞ্চম বলে আবারও বাংলাদেশকে সাফল্য এনে দেন তিনি। আগের ওভারে টার্নে বিভ্রান্ত হয়ে স্টাম্প ভেঙেছিল কিংয়ের। এবারও টার্নেই বিভ্রান্ত হন হোপ। তবে এবার তার স্টাম্প ভাঙেনি। তিনি হয়েছেন স্টাম্পিংয়ের শিকার। ১৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এরপর সেই ওভার থেকে মেইডেনও আদায় করে নেন তাইজুল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us