ঈদের দাওয়াতে রঞ্জিত মল্লিকের বাড়িতে রুনা ও আলমগীর

সমকাল প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৭:৩৭

ঈদ উপলক্ষ্যে কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন বাংলাদেশের নন্দিত তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর। 


রঞ্জিত মল্লিকের বাসায় অতিথি হিসেবে যাওয়ার সেই আনন্দঘন মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন রুনা লায়লা। ছবিতে রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনা।


জানা গেছে, পবিত্র ঈদুল আজহা কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। এই খবর শুনেই দাওয়াত দিয়েছেন রঞ্জিত মল্লিক।


এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তাঁরা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us