কোরবানি ঈদের পর ডিমের দাম কমার নজির থাকলেও এবার বাজারে উল্টো চিত্র দেখা গেছে; প্রতি ডজনে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এদিকে মৌসুমের শেষ দিকে এসে সব ধরনের আমের দাম বাড়তে শুরু করেছে। পাশাপাশি গরমের কারণে আনারসের চাহিদা বেড়ে যাওয়ায় দামও ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শুক্রবার রাজধানীর রামপুরা, শান্তিনগর, মালিবাগ, সেগুনবাগিচা কাঁচাবাজারসহ আরও কয়েকটি বাজার এবং ফলের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।
কাঁচাবাজারে সবজির দামে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ঈদের সময় হঠাৎ বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় গিয়ে ঠেকা কাঁচামরিচের দাম দোকানভেদে ১৪০ থেকে ১৬০ টাকায় নেমেছে।
এটির সঙ্গে সরবরাহ বাড়ায় ও চাহিদা কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে শসা ও টমেটোর দাম ঈদের আগের দরের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন দোকানিরা।