যে কারণে ‘এ’ দলে নেই মুমিনুল হক

যুগান্তর প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১৮:২৯

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হবে মুমিনুল হককে। টেস্ট দলের সাবেক অধিনায়ককে ফর্মে ফেরাতে এমন পরিকল্পনাই হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে এ দলের সফর) পাঠানোর চিন্তা থাকবে।  সেটি ‘এ’ দলের সঙ্গে। মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’


বিসিবি সভাপতির সেই বক্তব্যের পর মুমিনুলও প্রস্তুত ছিলেন।  জানিয়েছিলেন, বিসিবি যে সিদ্ধান্ত দেবে তাই মেনে চলবেন।


এ নিয়ে বেশ কয়েক দিন জল্পনার পর দেখা গেল সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।


শুক্রবারের ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের দুটি ভিন্ন ভিন্ন স্কোয়াড (চার দিন ও একদিনের সিরিজ) সৌম্য সরকার ও সাব্বির রহমান থাকলেও সেখানে নেই মুমিনুলের নাম।


স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ‘এ’ দলে মুমিনুল নেই কেন? তবে কীভাবে ফর্মে ফিরবেন টেস্ট দলের সাবেক অধিনায়ক?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us