আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের এক নম্বরে থাকা উচিত ছিল

আজকের পত্রিকা প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১৪:৫৫

সাম্প্রতিক সময়ে তিন সংস্করণেই দাপটের সঙ্গে খেলছে পাকিস্তান। সবশেষে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে জিতেছে ওয়ানডে সিরিজ। তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে নেই তারা। এ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। রাজ্জাক মনে করেন, আইসিসি র‍্যাঙ্কিংয়ে তার দলের এক নম্বরে থাকা উচিত ছিল। 



আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে টেস্টে ৬ নম্বরে, ওয়ানডেতে ৪ নম্বরে এবং টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে আছে। দলের ধারাবাহিক পারফরম্যান্সের পরও নিজেদের অবস্থান ওপরের দিকে না থাকায় আইসিসি র্যাঙ্কিংয়ের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্জাক। এমনকি কারচুপি হয়েছে বলেও দাবি করেন সাবেক এই অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘সত্যি বলতে, পাকিস্তান দলকে এখনই আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা উচিত ছিল। পাকিস্তানি ক্রিকেটার হওয়ার কারণে এটা বলছি না। গত কয়েক বছরের পাকিস্তানের পারফরম্যান্সই এই দলে ঐক্যের পরিচয় দেয়।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us