আন্দোলন-বিক্ষোভে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে গতকাল ই-মেইলে পদত্যাগপত্র দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে, কে হবেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত তিন ব্যক্তি সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার জন্য অপেক্ষা করছেন।
এই তিন ব্যক্তির মধ্যে একজন ছয়বার প্রধানমন্ত্রী ছিলেন, একজন প্রধান বিরোধীদলীয় নেতা এবং অপরজন সাংবাদিক থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন।
ইতিমধ্যে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার। আগামী সপ্তাহে পার্লামেন্টের ২২৫ জন সদস্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তাঁকে অবশ্যই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনগণের আস্থা অর্জন করতে হবে।