এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। স্থানীয় সময় বৃহস্পতিবার স্বেচ্ছায় তিনি এই ঘোষণা দেন। মূলত এক আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দিলেন। খবর বিবিসির।
তবে প্রধানমন্ত্রী মারিও দ্রাগির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মারিওকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাগি গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। প্রেসেডেন্ট ইতালির করোনা পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।