দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা, প্রথম ফ্লাইটে ফিরলেন ৪১৬ হাজি

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০৮:৪২

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৬ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর প্রথম ফিরতি হজ ফ্লাইট এটি।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে জানায়, চলতি হজ মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ এর মাধ্যমে হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। আজ দেশে ফিরেছেন ৪১৬ জন হাজি। ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে যাত্রা করে বাংলাদেশ সময় রাত ১০টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমানের পরিচালক গ্রাহক সেবা, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালকসহ বিমানের ঊধ্ব৴তন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানান।


বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিমান প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। পোস্ট হজে বিমানের ৮০টি ফ্লাইটের শিডিউল রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us