বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে : জিএম কাদের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ২১:২৬

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।


তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল আছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিদেশ থেকে রেমিট্যান্স গ্রহণ করে, পর্যটন থেকে আয় করে আবার গার্মেন্টস শিল্প থেকেও আয় করে। করোনা বা ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কায় প্রায় দশ বছর গৃহ যুদ্ধ চলেছে কিন্তু তখনো দেশটি দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে। 


বৃহস্পতিবার (১৪ জুলাই ) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


বাংলাদেশ যে বাজেট করছে তা ঋণ নির্ভর বলে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তাই আমরা পরিচালন ব্যয় কমাতে বলেছি, কিন্তু সরকারের কোন উদ্যোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us