ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। পরে তাদের আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানো হয়।
ফরিদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অরুপ বসাক বুধবার তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তাররা হলেন ভাঙ্গা থানায় কর্মরত এএসআই মো. বাবুল হোসেন (৩৫) এবং তার সহযোগী মেহেদী হাসান মুন্সী ওরফে মৃদুল (২৫)। মৃদুল ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গি সদরদী মহল্লার বাসিন্দা।
বুধবার ভাঙ্গা থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করেন নড়াইলের লোহাগড়া উপজেলার স্বর্ণ ব্যবসায়ী পাপ্পু বিশ্বাস।
মামলায় অভিযোগ করা হয়, নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের অজিৎ বিশ্বাসের ছেলে পাপ্পু বিশ্বাসের যশোর শহরে স্বর্ণের দোকান রয়েছে। গত ৭ জুলাই রাতে ভাঙ্গা বাজারের সোনার তরী জুয়েলার্সের স্বত্বাধিকারী পলাশ বণিকসহ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ১১০ ভরি স্বর্ণ কেনেন পাপ্পু বিশ্বাস।