সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কচ্ছপ উদ্ধার

ঢাকা টাইমস প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১৭:১৮

নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কচ্ছপ উদ্ধার করেছেন পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা হয়।


চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কচ্ছপটি পায় স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে কুড়ি হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী শ্রী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা শুরু হলে কচ্ছপটি ফেরত দেওয়া হয়।


পরে বৃহস্পতিবার গোপন সংবাদে ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us