চট্টগ্রামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার বাসা নগরীর চান্দগাঁও থানার চেয়ারম্যান ঘাট এলাকায়।
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পায় পুলিশ।
নাহিদের স্ত্রী আনোয়ারার বরাতে বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রাত ৯টার দিকে নাহিদ তার স্ত্রীকে ফোন করে জানান তিনি কক্সবাজার যাচ্ছেন।
এরপর সকাল ৬টার দিকে দুই ব্যক্তি একটি অটোরিকশায় করে নাহিদকে সঙ্গে নিয়ে তার বাসায় যায়। তারা আনোয়ারাকে বলেন, তার স্বামী দুর্ঘটনায় আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া দরকার।