You have reached your daily news limit

Please log in to continue


Covid-19: কোভিড থেকে সেরে ওঠার পর আচমকা সব ভুলে যাচ্ছেন? মাথার মধ্যে জমছে কুয়াশা!

অসংখ্য মানুষ কোভিডকে পরাজিত করে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তবে কোভিড থেকে সেরে ওঠার পরেও থেকে যাচ্ছে নানা উপসর্গ। ক্লান্তি, বুকে ব্যথা, চুল ওঠার সমস্যার পাশাপাশি মস্তিষ্কে ধোঁয়াশা বা ‘ব্রেন ফগ’-ও কিন্তু অন্যতম। ‘ব্রেন ফগ’ কথাটি আদতে কোনও বৈজ্ঞানিক শব্দবন্ধ নয়। সাধারণত এই রোগে আক্রান্ত রোগীরা নিজেদের শারীরিক অবস্থা ব্যাখ্যা করার জন্য এই শব্দটি বলে থাকেন। আচমকা ভাবনা-চিন্তা করার গতি শ্লথ হয়ে যাওয়া, মনোযোগের অভাব, স্মৃতিলোপের মতো নানা ধরনের সমস্যাকে এই উপসর্গের অন্তর্গত ধরা হয়। এই প্রকার সমস্যায় অনেক ক্ষেত্রেই কথা বলার সময়েও কথা জড়িয়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, কোভিডের পরেও ছয় থেকে নয় মাস পর্যন্ত এই উপসর্গ থাকতে পারে কোনও কোনও রোগীর।বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে এই ধরনের সমস্যায় যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে। সাধারণত নিয়মিত শরীরচর্চা, যোগাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং সঠিক পথ‍্য ধীরে ধীরে এই সমস্যাটি কমিয়ে আনতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করণীয়?

খাদ্যাভাসে বদল: ভাজাভুজি বা অতিরিক্ত মিষ্টি খেলে শুধু শরীর নয়, মস্তিষ্কও কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। ফলে ঘুম পায়। এই সব খাবারের কারণে পেটে এমন কিছু ব্যাক্টেরিয়া জন্মায়, যা এই ক্লান্তির কারণ। কিন্তু তার মানেই এটা নয় যে, পছন্দের সব মিষ্টি বা ভাজাভুজি বাদ দিতে হবে। বরং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিদরা বলছেন, রাতে টানা ১০ ঘণ্টা পেটকে বিশ্রাম দিন। ওই সময়ে কিছু খাবেন না। আর ফল বা স্বাস্থ্যকর খাবারের পরিমাণ বাড়ান রোজের ডায়েটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন