কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামের ছেলে চিত্রনায়ক সাইমন সাদিক। এই গ্রামে নিজের কলিজার গ্রাম বলে সবার কাছে পরিচিত করেন এই নায়ক। এবার এই কলিজার কিশোরগঞ্জেই সংবর্ধিত হলেন তিনি। মানবাধিকার নাট্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জানানো হয় এই সংবর্ধনা।
২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়ায় এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে বিপুল ভোটে যুগ্ম-সাদারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডমিতে গতকাল আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া তাকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাইমন সাদিক বলেন, 'ধৈর্য ও একাগ্রতা মানুষের বড় শিল্প। যার ধৈর্য নেই, কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা নেই সে সংস্কৃতিবান হতে পারে না। আমাকে চলচ্চিত্র শিল্পী বলা হয়। কিন্তু আমি শিল্পী হওয়ার চেয়ে আগে মানুষ হওয়ার চেষ্টা করছি। কারণ আমি বিশ্বাস করি, ভালো শিল্পী হতে হলে আগে ভালো মানুষ হতে হবে।'